Alexa এবারের জন্মদিনেও পরীমনির ‘টুইস্ট’

এবারের জন্মদিনেও পরীমনির ‘টুইস্ট’

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৩৫ ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ১৩:৫০ ২৩ অক্টোবর ২০১৯

পরীমনি

পরীমনি

পরীমনিকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই। ‍রূপালী পর্দায় আগমনের পর থেকেই নিজের রুপের গুণে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। এছাড়াও বেশ কিছু ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। আগামী ২৪ অক্টোবর এ নায়িকার জন্মদিন। 

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের জীবনের এই বিশেষ দিনটি উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি। যেখানে তার বন্ধুদের সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। 

তবে পরীমনি মানেই ভিন্নতা। আর তাই নিজের জন্মদিন উদযাপনের জন্য এখানেও ‘টুইস্ট’ রেখেছেন নায়িকা। গতবার নায়িকা নিজের জন্মদিনে উপস্থিত অতিথিদের যেমন ড্রেসকোড বেধে দিয়েছিলেন এবারো এর ব্যতক্রিম করেননি বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন তিনি। 

এবারের জন্মদিনে ছেলেদের সাদা এবং মেয়েদের পার্পল রংয়ের পোশাক পড়ে আসার জন্য অনুরোধ করেছেন পরীমনি। এছাড়া নিজের জন্যও বিশেষ ড্রেস বানিয়েছেন তিনি। 

শুধু তাই নয়, গত কয়েক বছরের মতো এবারেও জন্মদিনের সকালটা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন হালের জনপ্রিয় এ নায়িকা। তাদের নিয়ে কেক কেটে নিজের আনন্দ ভাগ করে নেবেন।

ডেইলি বাংলাদেশ/টিএএস/এনএ