Alexa এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক স্টার্ক 

এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক স্টার্ক 

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:২৬ ১১ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিচেল স্টার্ক! বোলিংয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান অস্ত্র। এ বিশ্বকাপের শুরু থেকেই ছিলেন দুর্দান্ত ছন্দে।  

তারই ধারাবাহিকতায় এবার করলেন নতুন রেকর্ড। এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার এখন তিনি। 

ইংল্যান্ডের বিপক্ষে ২য় সেমিফাইনালে বেয়ারস্টকে লেগ বিফোরের ফাঁদে ফেলে চলতি বিশ্বকাপে ২৭তম উইকেট শিকার করেন স্টার্ক। পেছনে ফেলেন আরেক অস্ট্রেলীয় গ্রেট গ্লেন ম্যাকগ্রাকে। 

ম্যাকগ্রা ২০০৭ বিশ্বকাপে ২৬ উইকেট নিয়েছেলেন। তারপরেই আছেন ২০০৩ বিশ্বকাপে ২৩ উইকেট নেওয়া চামিন্দা ভাস। এছাড়া সেরা পাঁচের অপর দুই বোলার হলেন শন টেইট ও মুরালিধরন।

দুজনেই ২০০৭ বিশ্বকাপে ২৩টি করে উইকেট পেয়েছিলেন। 

ডেইলি বাংলাদেশ/এএল/সালি