Alexa ব্যবসায়ীর বাড়ি থেকে ১৫ মণ পেঁয়াজ উদ্ধার

ব্যবসায়ীর বাড়ি থেকে ১৫ মণ পেঁয়াজ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:২৯ ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ১৩:৫২ ১৭ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর বাঘায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫ মণ পেঁয়াজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বাউসা এলাকায় ওই বাড়িতে অভিযান চালানো হয়।

পরে ইউএনও’র নির্দেশে পুলিশের উপস্থিতিতে দুদিনের মধ্যে ওই পেঁয়াজ বাজারে ছাড়ার মুচলেকা দেন সুভাস চন্দ্র।

বাঘার হাটের সবজি ব্যবসায়ী মানিক মিয়া জানান, এই অঞ্চলে অনেক পেঁয়াজ উৎপাদন হয়। আড়ানী ইউপির অনেকেই তাদের ঘরে অসংখ্য পেঁয়াজ মজুদ করে রেখেছেন। 

তিনি বলেন, ওইসব বাড়িতে প্রশাসনের লোকজন অভিযান চালালে অনেক মজুদ পেঁয়াজ পাওয়া যাবে। দ্রুত ব্যবস্থা নিলে এ অঞ্চলে পেঁয়াজের বাজার অনেকটা স্থিতিশীল হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শফিউল্লা সুলতান বলেন, বাঘায় উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে যায়। অল্প কিছু দিনের মধ্যে আমাদের দেশে নতুন পেঁয়াজ উঠবে। সেই সময় স্বাভাবিক হবে পেঁয়াজের বাজার।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহীর অঞ্চলে যেসব এলাকায় পেঁয়াজ উৎপাদন হয় তাদের মধ্যে বাঘা উপজেলা অন্যতম। এর সাত ইউপি এবং দুটি পৌরসভার বিভিন্ন স্থানেই কমবেশি পেঁয়াজ উৎপাদিত হয়। 

ডেইলি বাংলাদেশ/জেডআর/জেএস