Alexa এক বাসেই সব পর্ণতারকা!

এক বাসেই সব পর্ণতারকা!

ফিচার ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:২৮ ১৪ মে ২০১৯   আপডেট: ১২:৩৩ ১৪ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পর্ণতারকাদের ছবি ইন্টারনেটের দৌলতে সবাই দেখে থাকবেন। এমনকি অনেকেই আবার পছন্দের তারকার ছবি নিজের স্মার্টফোনের ডিসপ্লে এমনকি গ্যালিরিতে স্বাচ্ছন্দেই রেখে দেন! তবে বাসের গায়ে নিশ্চয়ই তাদের ছবি দেখননি কেউই! কেরালায় পর্নস্টারদের ছবি আঁকা বাস নেমেছে রাস্তায়। ত্রিসূরের ক্যারিকেচার আর্টিস্ট রীতেশের শিল্পভাবনা প্রতিফলিত হয়েছে বাসের গায়ে।

পর্ণ ইন্ডাস্ট্রির প্রাক্তণ ও বর্তমান স্টারদের ছবি গায়ে নিয়েই কেরালা কাপাচ্ছে এই বেসরকারি বাস। সানি লিওন, মিয়া খলিফা, আভা অ্যাডামস, জনি সিন্সের মতো পর্ণতারকাদের নানা ছবি আঁকা রয়েছে বাসের গায়ে। এই বাস কোম্পানী চিকুজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক শেরিল জানিয়েছেন, এই বাসটি কলেজ পড়ুয়াদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। 

এই স্পেশাল এডিশন বাসটি ভাড়া দেয়া হয় বিভিন্ন রকম কলেজ ভ্রমণের জন্য। বাসের ভেতরে রয়েছে নিওন আলো, ডিস্কো লাইট শ্যান্ডেলিয়র এবং মিউজিক সিস্টেম। পর্ণ থিম ছাড়াও রয়েছে মারভেল অ্যাভেঞ্জার্স, পাইরেটস অব ক্যারেবিয়ান থিমের বাস।

ডেইলি বাংলাদেশ/জেএমএস