Alexa এক বছরেই সাড়ে চার লাখ বিয়ের প্রস্তাব!

এক বছরেই সাড়ে চার লাখ বিয়ের প্রস্তাব!

মজার খবর ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:৪৯ ১৬ জুলাই ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

শিরোনাম পড়েই অবাক হচ্ছেন? হওয়ারই কথা! প্রতিদিন গড়ে ১৩০০ বিয়ের প্রস্তাব যা-তা ব্যাপার নয়। বছর শেষে দেখা গেছে, মোট সাড়ে চার লাখ বিয়ের প্রস্তাব এসেছে। এখানেই চমকের শেষ নয়।

এই প্রস্তাব কোনো মেয়ে পায়নি। নেহাতই এক সফটওয়্যার! নাম গুগল অ্যাসিস্ট্যান্ট। গত বছরই এটি লঞ্চ করেছিল গুগল। প্রায় সব মোবাইল ফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই তার দেখা মেলে। ভারতের সাড়ে চার লাখ ইন্টারনেট ব্যবহারকারী তাকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে।

গুগলে সার্চ করার কাজে সাহায্য করতে স্বতঃস্ফর্ত হয়ে এসে গুগল অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে ‘হাই, হাউ ক্যান আই হেল্প?’ এর পরে প্রয়োজনীয় তথ্যের জন্য প্রশ্ন না করে অনেকেই রসিকতা করে বিবাহ প্রস্তাব দিয়েছে তাকে। জানতে চেয়েছে, ‘ওকে গুগল, উইল ইউ ম্যারি মি?’

ডেইলি বাংলাদেশ/এনকে

Best Electronics
Best Electronics