Alexa এক দশকে বলিউডে ভাঙা-গড়া 

এক দশকে বলিউডে ভাঙা-গড়া 

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৮ ২৭ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

এক দশকে বলিউডের বাজার বেশ ভালোই কেটেছে। কাজের বাইরে তারকাদের বিবাহ বা বিচ্ছেদ বলিউডে ছিল বড় আলোচনার বিষয়। কিছু নতুন সম্পর্ক যেমন জন্ম নিয়েছে। আবার কিছু সম্পর্ক অচিরেই ভেঙে গেছে। 

গেল এক দশকে আলোচিত তারকা বিয়ের মধ্যে ছিল দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, আনুশকা শর্মা-বিরাট কোহলি, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, বিপাশা বসু-করণ সিং গ্রোভার, প্রীতি জিনতা-জেনে গুডএনাফ, মিরা রাজপুত-শহীদ কাপুর, বিদ্যাবালান-সিদ্ধার্থ রয় কাপুর, সোহা আলী খান-কুনাল খেমু, অবন্তিকা মালিক-ইমরান খান, কারিনা কাপুর-সাইফ আলী খান, জেনেলিয়া ডি’সুজা-রিতেশ দেশমুখের বিয়ে।

এই দশকেই ভেঙেছে অনেক সংসার। বিয়ের মাত্র চার বছরের মাথায় ছাড়াছাড়ি হয়ে যায় দিয়া মির্জা ও সাহিল সংঘার। অবন্তিকা ও ইমরান খানের বৈবাহিক সম্পর্কের পরিণতিও নাকি যাচ্ছে ভাঙনের দিকে।

এই দশকে অনেকেই যেমন ঘর বেঁধেছেন, আবার অনেক ঘর ভেঙে গেছে। এরমধ্যে আরবাজ খান-মালাইকা অরোরা, হিমেশ রেশমিয়া-কোমল, ফারহান আখতার-অধুনা ভবানি, রণবীর শোরে-কঙ্কনা সেন শর্মা, হৃতিক রোশন-সুজান খান, অনুরাগ কাশ্যপ-কল্কি জুটির মতো তারকাদের নাম।

ডেইলি বাংলাদেশ/টিএএস