Alexa এক চুমুতেই গোল বাতিল!(ভিডিও) 

এক চুমুতেই গোল বাতিল!(ভিডিও) 

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:২৭ ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৮:৩১ ১ সেপ্টেম্বর ২০১৯

ফুটবলাররা গোল করে কতরকম উদযাপনই না করেন! একেকজনের উদযাপনে থাকে ভিন্নতা। কিন্তু গোল করে গ্যালারিতে বসা গার্লফ্রেন্ডকে চুমু খেয়ে উৎযাপনটা আপনার কাছে নতুন মনে হতেই পারে। 

হ্যা, তেমনই এক ঘটনা ঘটেছে বুলগেরিয়ান লিগে। গার্লফ্রেন্ডকে চুমু খাওয়া সে স্ট্রাইকার ব্রাজিলিয়ান ওয়ান্ডারসন ক্রিস্টালদো। 

কিন্তু চুমুর সে উদযাপনের পর গোলদাতা মাঠে ফিরে শুনতে পেলেন দুঃসংবাদ। যে গোল নিয়ে এমন উদযাপন, সেই গোলটিই অফসাইডের কারণে বাতিল করে দিয়েছেন রেফারি। 

দলের অন্যতম সেরা তারকা তিনি। গত তিন বছর ধরে লুদোগোরেৎস ক্লাবের সেরা গোলদাতা এই স্ট্রাইকার।

স্লাভিয়া সোফিয়ার বিপক্ষে ম্যাচে ৭৮ মিনিটের মাথায় সতীর্থের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে আলতো পায়ের ছোঁয়ায় সেটিকে গোলে পরিণত করেন ওয়ান্ডারসন। সঙ্গে সঙ্গেই ভোঁ-দৌড়। 

গোলের আনন্দে মাঠের পাশে গ্যালারি স্ট্যান্ডে দাঁড়ানো গার্লফ্রেন্ডের কাছে ছুটে যান ওয়ান্ডারসন। গার্লফ্রেন্ডও সামনে এসে চুমু খান। দুজনের কারোরই খেয়াল নেই গোল ততক্ষণে বাতিল হয়ে গেছে।

খানিক বাদে ওয়ান্ডারসন মাঠে ফিরলেন, বেরসিক রেফারি তখন জানালেন সেটি গোলই হয়নি।

ডেইলি বাংলাদেশ/সালি