Alexa এক ঘণ্টার মধ্যেই ফাঁস দিলেন দুই প্রবাসীর স্ত্রী

এক ঘণ্টার মধ্যেই ফাঁস দিলেন দুই প্রবাসীর স্ত্রী

মাদারীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৩১ ২৫ জানুয়ারি ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে এক ঘণ্টার মধ্যেই দুই প্রবাসীর স্ত্রী ফাঁস দিয়েছেন। শুক্রবার বিকেলে বহেরাতলা ও কুতুবপুর ইউপি থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বহেরাতলা ইউপির যাদুয়ারচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শহিদুল মাদবরের স্ত্রী চাঁদনী আক্তার এবং  কুতুবপুর ইউপির জব্বার শিকদারকান্দি গ্রামের আরেক মালয়েশিয়া প্রবাসী সোহেল মুন্সীর স্ত্রী শান্তনা।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, চাঁদনী আক্তারকে ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ চাঁদনীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনার এক ঘণ্টার ব্যবধানে আরেক মালয়েশিয়া প্রবাসী সোহেল মুন্সীর স্ত্রীর শান্তনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/জেএস