Alexa এক ঘণ্টার আগুনে নিঃস্ব পাঁচ পরিবার

এক ঘণ্টার আগুনে নিঃস্ব পাঁচ পরিবার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:৩৭ ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ১১:০১ ১৯ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ২০টি ঘর। এতে নিঃস্ব হয়ে পড়েছে পাঁচটি পরিবার।

শনিবার বিকেলে ওই উপজেলার ২ নম্বর হিঙ্গুলি ইউপির উত্তর আজম নগরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাসুক মিয়া জানান, হঠাৎ করে রবিউল হোসেন মাস্টারের বাড়িতে আগুন লাগে। এতে মুহূর্তের মধ্যে ২০টি ঘর পুড়ে যায়।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর হোসেন জানান, এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হিঙ্গুলী ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. সোনা মিয়া জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর/টিআরএইচ