Alexa এক অটোরিকশায় উঠলেন ২৪ যাত্রী (ভিডিও)

এক অটোরিকশায় উঠলেন ২৪ যাত্রী (ভিডিও)

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৫ ১৩ আগস্ট ২০১৯   আপডেট: ১৬:০৫ ১৩ আগস্ট ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক অটোরিকশায় ২৪ যাত্রীর উঠার রেকর্ড এটাই প্রথম। এরই মধ্যে এর ভিডিও ভাইরাল হয়েছে। দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, অটোরিকশা থেকে একে একে ২৪ জন নারী-শিশু বেরিয়ে আসছে।

ভারতীয় ইংরেজি গণমাধ্যম নিউজ১৮ এর প্রতিবেদনে বলা হয়, ওই রাজ্যের করিমনগরের পুলিশ কমিশনার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিও দেখা গেছে একটি অটোতে ২৪ জন যাত্রী বহন করছেন চালক। জেলার তিমারপুরের ওই অটোচালককে পুলিশ সড়কের মাঝে থামিয়ে অতিরিক্ত যাত্রীবহনের জন্য জিজ্ঞাসাবাদ করতে থাকে।

করিমনগরের পুলিশ কমিশনার ওই ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নেয়া উচিত সবার। নিরাপত্তাকে উপেক্ষা করে যাত্রীদের কখনোই এমনভাবে অটোতে ওঠা উচিত নয়।’

২ মিনিট ৯ সেকেন্ডের এই ভিডিওটি আপলোডের পর পরই সেটি ভাইরাল হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে লাইক এবং রিট্যুইটের সংখ্যাও বাড়তে থাকে হু হু করে।

এই ভিডিও নিয়ে যেমন সমালোচনা চলতে থাকে সোশ্যাল মিডিয়ায় তেমনই অনেকে মজা করে লেখেন, এমন ঘটনা একমাত্র ভারতেই দেখতে পাওয়া যায়।

অনেকে লেখেন, অনেক গ্রামে বাসিন্দাদের আর্থিক অবস্থা এতোটাই শোচনীয় যে তারা একটু টাকা বাঁচানোর জন্য এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে।

আর একজন লেখেন, এইভাবে যাতায়াত নিয়ম বিরুদ্ধ ঠিকই, তবে গ্রামে গিয়ে দেখা উচিত সেখানের বাসিন্দারা কীভাবে দরিদ্রতার সঙ্গে লড়ছে। যাদের এতো কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে, তাদের জন্য সমবেদনা৷

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/জেএইচ

Best Electronics
Best Electronics