Alexa একাধিক নারী সঙ্গী সাইফ আলি খানের

একাধিক নারী সঙ্গী সাইফ আলি খানের

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:৫৮ ২৩ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহিলাদের সঙ্গে ই থাকতে পছন্দ করেন তিনি। কখনো বাড়িতে নিয়ে আসেন বান্ধবীদের আবার কখনো বিলাসবহুল রিসর্টে। এভাবেই চলছিল সাইফ আলি খানের বিলাসবহুল জীবন। 

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে সাইফ আলি খান এবং আলিয়া ফার্নিচারওয়ালার সিনেমা ‘জওয়ানি জানেমন’। সিনেমা মুক্তির আগে প্রকাশ্যে এসেছে গান ‘ওলে ওলে’। যেখানে ৯-এর দশকে সাইফ আলি খানের জনপ্রিয় গানকে রিমেক করে জওয়ানি জানেমনের সঙ্গে যুক্ত করা হয়েছে। 

জওয়ানি জানেমন-এর গান ওলে ওলে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। এই সিনেমায় সাইফের সঙ্গে একাধিক মহিলা অভিনেত্রীকে দেখা যায়। 

প্রসঙ্গত, এই সিনেমায় সইফ আলি খান এবং আলিয়া ফার্নিচারওয়ালর সঙ্গে রয়েছেন তব্বুও।

‘ওলে ওলে’ গানটি:-

ডেইলি বাংলাদেশ/টিএএস