Alexa একসঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন রাশিদা

একসঙ্গে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন রাশিদা

মাগুরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৪২ ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৯:৪৪ ১১ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরার মহম্মদপুর উপজেলায় রাশিদা বেগম নামে এক গৃহবধূ একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।

রোববার বিকেলে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই তিন সন্তানের জন্ম হয়। তারা সবাই সুস্থ রয়েছে।

রাশিদা বেগম বাবুখালী ইউপির হরিনাডাঙ্গা গ্রামের মাহবুব আলমের স্ত্রী। এই দম্পতির ১৩ বছর বয়সী একটি ছেলে ও পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

মা রাশিদা বেগম বলেন, এক সঙ্গে তিনটি বাচ্চা জন্ম দেয়া সত্যিই সৌভাগ্য। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।

ওই প্রাইভেট হাসপাতালের এক চিকিৎসক বলেন, একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম নেয়ার ঘটনা বিরল। তিন নবজাতকই সুস্থ রয়েছে।
 

ডেইলি বাংলাদেশ/জেডআর