Alexa একসঙ্গে পৃথিবীতে এলো তিন ভাই-বোন

একসঙ্গে পৃথিবীতে এলো তিন ভাই-বোন

লক্ষ্মীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০২:৪৩ ৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০২:৪৪ ৮ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে তিন ছেলে-মেয়ের মা হলেন গৃহবধূ সিমু আক্তার। শুক্রবার রাতে রায়পুর শহরের মাতৃছায়া হাসপাতালে সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তার তিন সন্তান।

সিমু আক্তার ওই উপজেলার চরআবাবিল ইউপির ক্যাম্পের বড়চর গ্রামের দিনমজুর নাসির আহমেদের স্ত্রী।

মাতৃছায়া হাসপাতালের পরিচালক আব্দুর রহমান তুহিন চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে প্রসবজনিত ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সিমু আক্তার। নরমাল ডেলিভারিতে মা ও সন্তানদের মৃত্যুঝুঁকি ছিলো। হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

তিনি আরো জানান, তিন সন্তানের মধ্যে দুটি ছেলে, একটি মেয়ে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ ও ঝুঁকিমুক্ত রয়েছেন।

স্ত্রী ও সন্তানদের সুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সিমু আক্তারের স্বামী নাসির আহমেদ।

ডেইলি বাংলাদেশ/এআর