Alexa একজনের জন্য একবারই তৈরি হয় যে ওষুধ

একজনের জন্য একবারই তৈরি হয় যে ওষুধ

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২২:২২ ১২ অক্টোবর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাত্র একজন রোগীর জন্য তৈরি করা হয়েছে একটি ওষুধ। ওই রোগী ছাড়া আর কেউ এটি পাবে না। ওষুধটি দ্বিতীয়বার উৎপাদন, বাজারজাত বা বিক্রিও করা যাবে না।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এ ওষুধটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। এটি বিশ্বের প্রথম ‘কাস্ট ট্রিটমেন্ট ফর এ জেনেটিক ডিজিস’ বা বংশগত রোগের প্রথম বিশেষ চিকিৎসা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ শনিবার এ খবর প্রকাশ করেছে।

মিলা মাকোভেক নামের ৮ বছরের এক শিশুর জন্য এ ওষুধটি তৈরি করা হয়েছে। মিলার নামের সঙ্গে মিল রেখে এ ওষুধের নাম দেয়া হয়েছে ‘মিলাসেন’।

যুক্তরাষ্ট্রে কলোরোডা অঙ্গরাজ্যের বাসিন্দা জুলিয়া ভিত্রারেলোর মেয়ে মিলা মাকোভেক। মিলা বর্তমানে তার মায়ের সঙ্গে বসবাস করছে।

মিলা বর্তমানে নার্ভজনিত বিশেষ রোগে ভুগছে। তার রোগের মাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাকে চিকিৎসার জন্য যে ওষুধটি তৈরি করা হয়েছে সেটি নৈতিক কারণে দ্বিতীয়বার উৎপাদন বা বাজারজাতের অনুমতি দেবে না যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ