Alexa উন্নয়ন কাজ পরিদর্শনে মিরপুরে ডিএনসিসি মেয়র

উন্নয়ন কাজ পরিদর্শনে মিরপুরে ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩২ ১১ জুলাই ২০১৯   আপডেট: ১৯:৩৬ ১১ জুলাই ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কালশী, পল্লবী, বেনারসি পল্লী, মিরপুর সেকশন ১১ এর বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার এসব এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় মেয়র কয়েকটি স্থানে অবৈধ দখলের কারণে ফুটপাত, ড্রেন, সড়কের নির্মাণ ব্যাহত হচ্ছে এবং ডিএনসিসির অনেক জায়গায় স্কুল, বাসা-বাড়ি, দোকানপাট অবৈধভাবে নির্মাণের চিত্র দেখেন।

এসব অবৈধ দখলে থাকা স্থাপনাগুলো জনস্বার্থে উচ্ছেদ করা প্রয়োজন বলে জানান মেয়র আতিকুল ইসলাম। এ সময় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে সবার কাছে সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

পরিদর্শনের সময়  উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র জামাল মোস্তফা, ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মানিক, আব্দুর রউফ নান্নু, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরিফ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার প্রমুখ। 

ডেইলি বাংলাদেশ/ডিএম/আরএইচ

শিরোনামরাজশাহীতে পাসের হার ৭৬.৩৮% জিপিএ ৫ পেয়েছেন ছয় হাজার ৪২৯ শিরোনামবন্যা মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান শিরোনামদিনাজপুরে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৪৯ শিরোনামসিলেটে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৯৪ শিরোনামএইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন শিরোনামপ্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিরোনামসেনাবাহিনী-বিজিবির চেষ্টায় বান্দরবানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক শিরোনামবিজিবি`র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত শিরোনামহজে যেয়ে এখন পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু শিরোনাম‘বেনাপোল এক্সপ্রেস’র উদ্বোধন আজ