Alexa উচ্চতায় ইরফানকেও হার মানালেন স্পিনার মুদাসসর

উচ্চতায় ইরফানকেও হার মানালেন স্পিনার মুদাসসর

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৪৭ ৭ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমানে খেলছে এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা কে? সবার আগে অবশ্যই নাম আসবে পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানের। তবে খুব শিগগিরই তিনি তার সম্মান হারাতে চলেছেন। তার হুমকি হিসেবে দেখা দিয়েছেন মোহাম্মদ মুদাসসর, যার উচ্চতা ৭ ফুট ৪ ইঞ্চি। যেটা ইরফানের উচ্চতার চেয়েও ৩ ইঞ্চি বেশি।

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ২১ বছর বয়সী অফ স্পিনার মুদাসসর। তার বেড়ে ওঠা লাহোরেই। বুধবার লাহোর কালান্দার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন দীর্ঘদেহী এই ক্রিকেটার।

লাহোরে যোগ দিয়ে মুদাসসর বলেন, পিএসএল’র পর পাকিস্তান জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান তিনি। তার দৈনন্দিন রুটিনের সবচেয়ে কষ্টের কাজ তার জুতোজোড়া তোলা। তিনি আশা করেন, উচ্চতার কারণে তার ফিটনেস ইস্যু তার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াবে না।

২০১১ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমে আলোচনায় আসেন বর্তমান সময়ের সবচেয়ে লম্বা ক্রিকেটার মোহাম্মদ ইরফান। এরপর থেকেই জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এম