Alexa উখিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

উখিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:৫৭ ১২ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের মালভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো. ইলিয়াস ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে।

ইলিয়াসের বড় ভাই মো. ইদ্রিস জানান, বাড়ির উঠানে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর