Alexa ঈদ রি-ইউনিয়ন গলফ কাপ শুরু কাল

ঈদ রি-ইউনিয়ন গলফ কাপ শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:২৮ ১৮ জুলাই ২০১৯   আপডেট: ১৭:৩৬ ১৮ জুলাই ২০১৯

ছবি- ডেইলি বাংলাদেশ

ছবি- ডেইলি বাংলাদেশ

পাঁচদিনের এজিসি-ওয়ালটন এয়ার কন্ডিশন ঈদ রি-ইউনিয়ন কাপ গলফ টুর্নামেন্ট-২০১৯ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আর্মি গলফ ক্লাবে এ টুর্নামেন্ট চলবে ২৩ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার এ উপলক্ষে আর্মি গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জানানো হয়,অ্যামেচার গলফারদের নিয়ে পাঁচ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এতে অংশ নেবেন বিদেশি খেলোয়াড়সহ প্রায় ৭০০ গলফার। লেডিস, জুনিয়র, ভ্যাটারান, রেগুলার এ সিনিয়র ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে খেলা।

শুক্রবার সকাল সাড়ে ৮ টায় শুরু হয়ে ২৩ জুলাই মঙ্গলবার পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে। স্পট রেজিষ্ট্রেশনের সুযোগ থাকছে ইভেন্টেই। কোনো প্রাইজমানির ব্যবস্থা না থাকলেও থাকবে ট্রফিও গিফট। 

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল এস এন শফিউদ্দিন আহমেদ। এছাড়া ও আরো উপস্থিত থাকবেন- বিদেশি কুটনীতিবিদ, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা ও ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এন ইকবাল বিন আনোয়ার ডন, এটিএন বাংলার প্রতিনিধি ও আর্মি গলফ ক্লাবের ম্যানেজার মেজর মো. আলী মোরশেদ (অবসরপ্রাপ্ত) এবং আর্মি গলফ ক্লাবের জেনারেল ম্যানেজার (অপ্স অ্যান্ড স্পোর্টস) মেজর মো. শাহজাহান হোসেন (অবসরপ্রাপ্ত), রেডিও টুডের হেড অফ প্রোগ্রাম জহিরুল ইসলাম টুটুলসহ ওয়ালটন ও আর্মি গলফ ক্লাবের কর্মকর্তারা।

ডেইলি বাংলাদেশ/আরএস/আরএইচ

Best Electronics
Best Electronics