Alexa ঈদে বিশেষ ট্রেন আট জোড়া 

ঈদে বিশেষ ট্রেন আট জোড়া 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:১৯ ১৫ মে ২০১৯   আপডেট: ১৮:৩২ ১৫ মে ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। আর রেলের অগ্রিম টিকিট ২২ মে থেকে বিক্রি শুরু হয়ে চলবে ২৬ মে পর্যন্ত। 

বুধবার রাজধানীর রেলভবনে ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানান এসব তথ্য জানান। 

জানা গেছে, ঈদের অগ্রিম টিকিট প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্রি হবে। আর ফিরতি টিকিট ২৯ মে শুরু হয়ে ২ জুন পর্যন্ত বিক্রি চলবে।

রেলমন্ত্রী বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। তবে আগামী ৫ জুন ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।

নূরুল ইসলাম সুজন বলেন, আগামী ২২ মে দেয়া হবে ৩১ মে’র টিকিট, ২৩ মে দেয়া হবে ১ জুনের, ২৪ মে দেয়া হবে ২ জুনের, ২৫ মে দেয়া হবে ৩ জুনের এবং ২৬ মে দেয়া হবে ৪ জুনের টিকিট।

মন্ত্রী আরো বলেন, ২৯ মে দেয়া হবে ৭ জুনের, ৩০ মে দেয়া হবে ৮ জুনের, ৩১ মে দেয়া হবে ৯ জুনের, ১ জুন দেয়া হবে ১০ জুনের এবং ২ জুন দেয়া হবে ১১ জুনের টিকিট।

এ ছাড়াও অ্যাপসের মাধ্যমে ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। তবে স্পেশাল ট্রেনের কোনো সিট মোবাইল অ্যাপে পাওয়া যাবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে আট জোড়া স্পেশাল ট্রেনের মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে এক জোড়া, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে দুই জোড়া, মৈত্রী রেক দিয়ে স্পেশাল হিসেবে চলবে খুলনা-ঢাকা-খুলনা রুটে।

এ ছাড়া ঢাকা-ঈশ্বরদী-ঢাকা রুট একটি, লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট রুটে একটি, শোলাকিয়া স্পেশাল-১ ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে ঈদের দিন, শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ঈদের দিন স্পেশাল ট্রেন হিসেবে চলবে।

রেলমন্ত্রী আরো বলেন, ঈদের পাঁচ দিন আগে (৩১ মে) থেকে ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। এ সময়ে ৪৮টি বিশেষ ট্রিপ পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক মো. শাসছুজ্জামানসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/জেডআর

Best Electronics
Best Electronics
শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩