ঈদে প্রায় এক ডজন নাটকে হাজির হবেন সজল
বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:৩৬ ২২ মে ২০২০

আবদুন নূর সজল
অনান্য বছর ঈদে প্রায় দুই ডজন নাটকে দেখা যায় ছোট পর্দার অভিনেতা আবদুন নূর সজলকে। কিন্তু এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শুটিং বন্ধ রয়েছে। তাই এবার ঈদ নাটকের সংখ্যা অনেক কমে এসেছে। এরপরও ১১টি নাটকে হাজির হবেন এই অভিনেতা।
এর মধ্যে বৈশাখী টিভিতে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে ‘ব্ল্যাঙ্ক চেক’, ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘মেঘডুবি’, ঈদের চতুর্থ দিন রাত ৯টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে ‘যদি আরেকটু সময় পেতাম’।
ধারাবাহিকতায় ঈদের পঞ্চম দিন রাত ৯টায় গাজী টিভিতে দেখা যাবে ‘অন্তর্নিহিত ভালোবাসা’, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘মনে মনে’, ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে দেখা যাবে ‘গোধূলি লগ্নে’, একই দিন রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে ‘খোলস ভাঙ্গার গল্প’।
এছাড়াও ঈদের সপ্তম দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে ‘শেষ হয়েও হল না শেষ’, এটিএন বাংলায় ‘সবুজ রঙের স্বপ্ন’সহ ‘কাগজের বউ’ ও ‘স্পর্শে আছো তুমি’ শিরোনামের আরো দুটি সজল অভিনীত নাটক প্রচার হবে এবারের ঈদে।
ডেইলি বাংলাদেশ/এনএ