Alexa ঈদে আসছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান

ঈদে আসছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪৪ ১৫ মে ২০১৯  

ড. মাহফুজুর রহমান

ড. মাহফুজুর রহমান

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। গানের প্রতি তার দুর্বলতা ছিলো সবসময়ই। এ কথা বিভিন্ন সাক্ষাৎকারেও জানিয়েছেন তিনি। আর তাই ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হয়েছিলেন। 

গেল দুই বছরে গানের আঙিনায় সবচেয়ে আলোচিত নাম ড. মাহফুজুর রহমান। তার দাবি, কেউ কেউ সমালোচনা করলেও তার অনেক ভক্তও গড়ে উঠেছে। যারা অপেক্ষায় থাকেন মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানের জন্য।

তাদের জন্য সুখবর নিয়ে ফিরছেন ড. মাহফুজুর রহমান। আসছে রোজা ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এই চ্যানেল মালিক ও গায়ক। তারই মালিকানাধীন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে অুনষ্ঠানটি। 

জানা গেছে, অনুষ্ঠানের জন্য এরইমধ্যে বেশ কয়টি গানের রেকর্ডিং ও ভিডিও ধারনের কাজ শেষ হয়েছে। আর এসব গানের ভিডিও রেকর্ডিং করা হয়েছে বিভিন্ন দেশের মনোরম আর প্রাকৃতিক পরিবেশে। তার একক সংগীতানুষ্ঠানে থাকছে মেলোডি ধাঁচের প্রেম-বিরহের কিছু গান।

এদিকে, অনুষ্ঠানের সবগুলো গান চূড়ান্ত হলে এর নামকরণ হবে। এটিএন বাংলা প্রত্যাশা করছে, গেল দুই বারের মতো গান দিয়ে এবারের ঈদও মাতিয়ে রাখবেন ড. মাহফুজুর রহমান।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics

Best Electronics