Alexa ঈদকে ঘিরে নতুন টাকা বিনিময় শুরু

ঈদকে ঘিরে নতুন টাকা বিনিময় শুরু

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৪৩ ২২ মে ২০১৯   আপডেট: ১৭:৪৫ ২২ মে ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদকে সামনে রেখে প্রতিবারের মতো এবারো নতুন টাকার বিনিময় শুরু হয়েছে।  বুধবার (২২ মে) থেকে শুরু হয়ে এ বিনিময় চলবে আগার্মী ৩০ আগস্ট পর্যন্ত। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বাংলাদেশ ব্যাংক থেকে  সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নতুন টাকা বিনিময় করা যাবে। 

এদিকে বাংলাদেশ ব্যাংক ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩০টি শাখায় মিলবে এ নতুন টাকা। এসব ব্যাংক থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোট পাওয়া যাবে। 

যেসব ব্যাংকে ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে এদের মধ্যে রয়েছে জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব কর্পোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা।

এ ছাড়া পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, দি প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণী শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফেন্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএল, গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখায় পাওয়া যাবে নতুন টাকা।

ডেইলি বাংলাদেশ/জেডআর

Best Electronics
Best Electronics