Alexa ইতিহাসের পাতায় আজ  

ইতিহাসের পাতায় আজ  

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৩ ৯ আগস্ট ২০১৯  

১৯১২ - ইস্তাম্বুলে ভূমিকম্পে ৬ হাজার নিহত ও ৪০ হাজার গৃহহীন হয়।

১৯১২ - ইস্তাম্বুলে ভূমিকম্পে ৬ হাজার নিহত ও ৪০ হাজার গৃহহীন হয়।

আজ যা ঘটছে, কাল তা ইতিহাস। আর এই ইতিহাসের প্রতিটা পাতায় লুকিয়ে আছে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয়াবলী। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ  কিছু প্রশ্ন থাকে। পাঠক চাহিদার কথা বিবেচনা করে আমাদের এই নিয়মিত আয়োজন- ইতিহাসের পাতায় আজ।

আজ ৯ আগস্ট, ২০১৯, শুক্রবার । ২৫ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২০ তম (অধিবর্ষে ২২২ তম) দিন। 

ঘটনাবলি:

১১৭৩ - পিসার টাওয়ার নির্মাণ শুরু হয়।

১৬৫৫ - লর্ড কর্নওয়েল ইংল্যান্ডকে ১১ জেলায় বিভক্ত করেন।

১৯১০ - আলভা ফিসার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের প্যাটেন্ট লাভ করেন।

১৯১২ - ইস্তাম্বুলে ভূমিকম্পে ৬ হাজার নিহত ও ৪০ হাজার গৃহহীন হয়।

১৯১৯ - ইরান ও বৃটিশ সরকারের মধ্যে একটি লজ্জাজনক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪২ - দেশব্যাপী ‘ভারত ছাড়’ বা বিয়াল্লিশের আগস্ট আন্দোলন শুরু হয়।

১৯৪৫ - যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় আণবিক বোমা বিক্ষেপ করে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছিল।

১৯৬৫ - সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ করে ।

১৯৭৪ - মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

জন্ম:

১৬৩১ - জন ড্রাইডেন, তিনি ছিলেন ইংরেজ কবি ও অনুবাদক।

১৭৭৬ - আমাদিও আভোগাদ্রো, তিনি ছিলেন ইতালিয়ান পদার্থবিদ ও রসায়নবিদ।

১৮৯৬ - জঁ উইলিয়াম ফিস পিয়াজেঁ, তিনি ছিলেন সুইস মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৮৯৯ - পি. এল. ট্রাভেরস, তিনি ছিলেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত ইংরেজ লেখক ও অভিনেত্রী।

১৯৭৬ - আউড্রেয় টাউটোউ, তিনি ফরাসি মডেল ও অভিনেত্রী।

১৯৭৭ - মিকায়েল সিলভেস্ত্রে, তিনি একজন ফরাসি ফুটবলার।

১৯৮৫ - অ্যানা কেন্ড্রিক, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু:

০১১৭ - টরাজান, তিনি ছিলেন রোমান সম্রাট।

০৩৭৮ - ভালেন্স, তিনি ছিলেন রোমান সম্রাট।

০৮৩৩ - আবু জাফর আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন, তিনি ছিলেন আব্বাসীয় খলিফা।

১৯৭০ - ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী।

১৯৭৫ - দিমিত্রি শোস্টাকোভিচ, তিনি ছিলেন রাশিয়ান পিয়ানোবাদক ও সুরকার।

২০০০ - জন হারসানয়ি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ।

২০০৬ - ফিলিপ ই. হাই, তিনি ছিলেন ইংরেজ লেখক।

২০০৮ - বার্নি ম্যাক, তিনি ছিলেন আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।

২০০৮ - মাহমুদ দারউইশ, তিনি ছিলেন ফিলিস্তিনি লেখক ও কবি।

২০১২ - মেল স্টুয়ার্ট, তিনি ছিলেন আমেরিকান পরিচালক ও প্রযোজক।

দিবস:

আন্তর্জাতিক আদিবাসী দিবস ৷

নাগাসাকি দিবস ৷ 

ডেইলি বাংলাদেশ/এমএইচ

Best Electronics
Best Electronics