ইসাবেলা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:৫১ ২২ মে ২০২০ আপডেট: ১৭:৫২ ২২ মে ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ইসাবেলা ফাউন্ডেশনের উদ্যোগে তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার করোনায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী হিসেবে পোলাও চাল, ডাল, চিনি, লাচ্ছা, দুধ, তেল, লবণ ও সাবান বিতরণ করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার অপু বলেন, প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ইসাবেলা ফাউন্ডেশন করোনার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ঈদে যাতে মানুষের কষ্ট না হয় সেই জন্য তিন হাজার পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেইলি বাংলাদেশ/এমকে