ইসলামপুরে শ্রমিকদের খাদ্যসামগ্রী দিলেন পৌর মেয়র
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০০:৪৫ ২৩ মে ২০২০

খাদ্যসামগ্রী দেয়ার সময় (ছবি: ডেইলি বাংলাদেশ)
জামালপুরের ইসলামপুরে নিজস্ব অর্থায়নে হোটেল, মোটর ও রিকশা শ্রমিকদের খাদ্যসামগ্রী দিয়েছেন পৌর মেয়র আব্দুল কাদের সেক।
শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের পৃথক স্থানে শতাধিক শ্রমিকের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
পৌরসভার সমন্বয়ক সুপারভাইজার জুলফিকার আলী ভুট্টু বলেন, পৌরশহরের ধর্মকুড়া বাজারে ৪০ জন হোটেল শ্রমিক, মণ্ডলপাড়ায় ৩৫ জন মোটর শ্রমিক ও একই এলাকায় ৩৫ জন রিকশা শ্রমিকের হাতে মেয়রের খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিপুল ফকির, স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শওকত আলী, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এমআর