Alexa ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৩১ ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১৬:৪৪ ১৫ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ।

মঙ্গলবার সকালে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় যোগ দেয়। সেখানে শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল খালেক আকন্দ, নারী ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর