Alexa ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:৩৬ ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৯:০২ ২২ নভেম্বর ২০১৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল অভিচাই ম্যানডেলব্লিট বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে এই অবস্থার মুখোমুখি হলেন নেতানিয়াহু।

খবরে বলা হয়, ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। আর জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে।

ডেইলি বাংলাদেশ/আরএ/টিআরএইচ