Alexa ইলিশ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

ইলিশ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

পাবনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৭:৪৯ ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৯:১৫ ১৬ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা সদরে পদ্মা নদীতে ইলিশ ধরতে যাওয়া নৌকার সংঘর্ষে এক জেলে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরতারাপুর ইউপির বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কমর উদ্দিন শেখ ওই ইউপির কফিল উদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল বলেন, গোপনে পদ্মা নদীতে ইলিশ শিকারে দুই নৌকায় করে যায় জেলেরা। নৌকা দুটির গতি বেশি থাকায় বাহেরচর এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে এক নৌকায় থাকা কমর উদ্দিন ছিটকে পড়ে যান। তবে তার ছেলে রক্ষা পান।

ডেইলি বাংলাদেশ/এমআর/টিআরএইচ