ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ট্রাম্প: ব্রায়ান হুক
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২২:০২ ২২ মে ২০২০

ব্রায়ান হুক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক। ইরানের বিরুদ্ধে কিছু অভিযোগের পুনরাবৃত্তি করার পর এ দাবি করেন তিনি।
মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে ব্রায়ান বলেন, ইরানকে আলোচনার টেবিলে দেখতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। যেখানে দু’পক্ষ একটি ব্যাপকভিত্তিক সমঝোতায় পৌঁছাতে পারে।
গত এক বছরে ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য এরকম অনেক আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
সূত্র- পার্সটুডে
ডেইলি বাংলাদেশ/এসএমএফ