Alexa ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ মার্কিন সেনা আহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ মার্কিন সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৫৩ ১৭ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত সপ্তাহে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১১ মার্কিন সেনা আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেছেন, কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে ইরান ৮ই জানুয়ারি ইরাকে মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলার সময় বিমান ঘাঁটিতে অবস্থান করছিলেন ১৫শ’ মার্কিন সেনা সদস্য। উর্ধ্বতনদের কাছ থেকে আগেভাগে সতর্কতা পাওয়ার পর তারা বাঙ্কারে অবস্থান নিয়েছিলেন। এ হামলায় কোনো মার্কিন সদস্য নিহত হননি। তবে এতে অন্তত ১১ মার্কিন সেনা আহত হয়েছেন। 

বিবৃতিতে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার পরই আহত আল-আসাদ ঘাঁটি থেকে আটজনকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়। পরে আরো তিনজনকে আরিফজান ক্যাম্প থেকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের এখানো চিকিৎসা দেয়া হচ্ছে।

অথচ ইরানি হামলার পরদিন সকালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে ছিলেন, আমাদের কেউ হতাহত হয়নি। আমাদের সব সেনারা নিরাপদে আছেন। শুধুমাত্র সামরিক ক্যাম্পগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি বাংলাদেশ/আরএএইচ