Alexa ইমামতি অবস্থায় মারা গেলেন ইমাম

ইমামতি অবস্থায় মারা গেলেন ইমাম

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:১৮ ২৮ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে ইমামতি অবস্থায় এক ইমাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। উপজেলার পাটোয়ার হাজি বাড়ি জামে মসজিদে সোমবার এশার নামাজের সময় মারা যান তিনি। 

মাওলানা আবদুল বারী নামের ওই ইমাম একই গ্রামের মুন্সি বাড়ির আমান উল্লাহ মুন্সির দ্বিতীয় ছেলে। মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

জানা গেছে, মাওলানা আবদুল বারী সোমবার এশার নামাজে ইমামতি শুরু করেন। প্রথম রাকাআত শেষে দ্বিতীয় রাকাআতে রুকু শেষ হওয়ার আগে হঠাৎ তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি বাংলাদেশ/জেএস