Alexa ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য এবং চুম্বনে আপত্তি, বিস্ফোরণ কৃতির!

ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য এবং চুম্বনে আপত্তি, বিস্ফোরণ কৃতির!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:২৭ ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ১৯:৪৩ ১৯ নভেম্বর ২০১৯

ইমরান হাশমি এবং কৃতি খারবান্দা

ইমরান হাশমি এবং কৃতি খারবান্দা

‘চেহরে’ শিরোনামের ছবি থেকে সরিয়ে দেয়া হল কৃতি খারবান্দাকে। সম্প্রতি এমন খবরেই তোলপাড় হয়ে যায় বলিউড। কিন্তু কৃতিকে কেন অমিতাভ এবং ইমরান হাশমির সিনেমা থেকে সরিয়ে দেয়া হল, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে অন্য তথ্য।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, পরিচালক রুমি জাফরির এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন কৃতি খারবান্দা। মুম্বাইতে পরপর দু’দিন শুটিংও করেন তিনি। কিন্তু এরপরই ইমরান হাশমির সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ এবং চুম্বন দৃশ্যে অভিনয়ের নির্দেশ দেয়া হয় তাকে। এখানেই আপত্তি তোলেন কৃতি।

তার দাবি, চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় খুব একটা জরুরি ছিল না গল্পের জন্য। তাও ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য তাকে চাপ দেয়া হয়। এরপরই বেঁকে বসেন কৃতি। ফলে অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির সিনেমা থেকে তিনি বেরিয়ে যান।

কৃতি বলেন, কেউ যদি সিনেমার জন্য অপ্রত্যাশিত কোনো দৃশ্যে অভিনয় করতে না চান, তাহলে এর জন্য অভিনেত্রীকে কীভাবে নাক উঁচু স্বভাবের বলে কেউ দাগিয়ে দিতে পারেন। ঘনিষ্ঠ দৃশ্য হোক বা চুম্বন দৃশ্যে অভিনয় করতে না চাওয়াটা অভিনেতার একদম নিজস্ব বিষয়। তাই এরজন্য কোনো অভিনেত্রীকে নাচক উঁচু স্বভাবের বলে দাগিয়ে দেয়া যায় না বলে স্পষ্ট জানান কৃতি।

বর্তমানে পাগলপন্থির প্রমোশনে ব্যস্ত কৃতি। এই সিনেমার শ্যুটিংয়ের সময়ই অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কৃতি খারবান্দা। সম্প্রতি মুক্তি পায় হাউজফুল ৪। এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।

ডেইলি বাংলাদেশ/টিএএস