Alexa ইন্দোনেশিয়ায় আত্মঘাতি বোমা হামলায় নিহত ১

ইন্দোনেশিয়ায় আত্মঘাতি বোমা হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:২১ ১৩ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি থানার সামনে আত্মঘাতি বোমা হামলায় সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় দেশটির সুমাত্রা দ্বীপের মিদানে একটি পুলিশ স্টেশন চত্বরে এ বোমা হামলা চালানো হয়।

দেশটির পুলিশের মুখপাত্র দিডি প্রাসটিও জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

জানা গেছে, সেখানে পরপর দুইটি বোমা হামলা চালানো হয়। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বোমা হামলার পরে এক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ