Alexa ইথিওপিয়ায় ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ধসে নিহত ১০

ইথিওপিয়ায় ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:০১ ২১ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অর্থোডক্স খ্রিস্টানদের এক ধর্মীয় উৎসব চলাকালে মঞ্চ ভেঙে অন্তত ১০ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় নারী ও শিশুসহ শতাধিক লোক গুরুতর আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, সোমবার স্থানীয় সময় সকাল ৮ টায় দেশটির উত্তরাঞ্চলীয় গন্ডের শহরে এপিফিনি নামে বিশেষ এক অনুষ্ঠান চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী দলের একজন মুখপাত্র বলেন, আমরা এখন পর্যন্ত যে সকল লোককে আহত অবস্থায় পেয়েছি তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় থাকলেও এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

গন্ডের হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতরা হাড় ভাঙা ও অভ্যন্তরীণ রক্তপাতসহ বিভিন্ন শারীরিক ক্ষতির শিকার হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতদের সংখ্যা সামনে আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

ডেইলি বাংলাদেশ/আরএএইচ