Alexa ইতালিসহ ইউরোপে ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন

ইতালিসহ ইউরোপে ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০৩ ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ১৯:১৩ ২০ অক্টোবর ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইতালিতে ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন করা হবে। বছরে দুইবার দিবালোক সঞ্চয়ের ফলে ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর ফলে একবার সামনে আরেকবার পেছনে এভাবে এক ঘণ্টা পরিবর্তন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ অক্টোবর রোববার স্থানীয় সময় রাত ৩টায় আরেকবার সময়ের পরিবর্তন করা হবে।

স্থানীয় সময় যখন রাত ৩টা তখন ঘড়িতে রাত হবে ২টা। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

ডিএসটি সময়ের পরিবর্তন ইউরোপের কয়েকটি দেশসহ আরো কয়েকটি দেশে সময় পরিবর্তন হয়ে থাকে।

ইতালির সময়ের পরিবর্তনের ফলে ২৭ অক্টোবর রাত ২টার পর থেকে বাংলাদেশের সঙ্গে ইতালির সময়ের ব্যবধান হবে ৫ ঘণ্টা।

যারা ঘুমাতে ভালোবাসেন তাদের জন্য ওই দিনটা হবে আরামের।

ডেইলি বাংলাদেশ/এসআই