ইতালিতে আরো ৭১২ মৃত্যু, ছাড়ালো আট হাজার
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৪:২০ ২৭ মার্চ ২০২০ আপডেট: ০৪:২৬ ২৭ মার্চ ২০২০

২৫ মার্চ ইতালির রোমে জনশূন্য সেন্ট পিটার্স স্কয়ারের সামনে এক ব্যক্তি প্রার্থনা করছেন। ছবি: রয়টার্স
নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে প্রতিদিন বেড়ে চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৭১২ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৮ হাজার ২১৫।
বৃহস্পতিবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৮৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৬১ জন।
ইউরোপে ইতালির পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৫৪ জনে, আর আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৩৪৭ জন।
ওয়ার্ল্ডোমিটারসের লাইভ তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৬০৫ জন। আর মারা গেছেন ২৩ হাজার ৭১১ জন।
এদিকে যুক্তরাষ্ট্র এ ভাইরাসে আক্রান্তের তালিকায় চীনেকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত ৮১ হাজার ৯৯৯ জন সংক্রমিত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৭ জনের। অপর দিকে চীনে এ রোগে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২৮৫ জন। মোট মারা গেছেন ৩ হাজার ২২৭ জন।
ডেইলি বাংলাদেশ/আরএইচ