Alexa ইডেন টেস্টে হচ্ছে না প্যারাট্রুপার শো

ইডেন টেস্টে হচ্ছে না প্যারাট্রুপার শো

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:২০ ২২ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতার ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে দুপুরে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। নানান আয়োজনের মধ্যে অন্যতম ছিলো, আকাশ থেকে নেমে দুই অধিনায়কের হাতে গোলাপি বল তুলে দেবেন প্যারাট্রুপাররা। বৃহস্পতিবার পর্যন্ত এমন আয়োজন ঠিকই ছিলো। কিন্তু নিরাপত্তা ইস্যু বিবেচনা করে শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাতিল করা হয়েছে। এমনটাই নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

ঐতিহাসিক এ টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা ছিলো দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র। কিন্তু ব্যস্ততার কারণে তিনি আসতে পারছেন না।

নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে প্যারাট্রুপারদের শো বাতিলের বিষয়ে সিএবি-র এক কর্তা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখানে থাকবেন। তাদের সামনে হেলিকপ্টার শো আয়োজন করার ঝুঁকি নিতে চায় না সিএবি। নিরাপত্তার কারণেই তা বাতিল করা হয়েছে।

প্যারাট্রুপার শো বাতিল বাকি সব সূচিই অপরিবর্তিত আছে। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরে মঞ্চ মাতাবেন সঙ্গীতশিল্পী রুনা লায়লা। গতকাল রাতেই তিনি ঘুরে দেখেছেন ইডেন। তার সঙ্গে ছিলেন আরো ছিলেন ওপার বাংলার গায়ক ও সুরকার জিৎ গাঙ্গুলি।

ডেইলি বাংলাদেশ/এম