Alexa ইঞ্জিনিয়ারিং ফেলে গাড়ির স্টিয়ারিং ধরলেন এই তরুণী!

ইঞ্জিনিয়ারিং ফেলে গাড়ির স্টিয়ারিং ধরলেন এই তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৭:৪০ ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৭:৪৩ ১২ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৃত্তের জীবন তার পছন্দ নয়। সব সময় চেয়েছিলেন জীবনটা হোক চমকে ভরা। এর প্রতি মোড়ে থাকুক রোমাঞ্চ। এই ভাবনা থেকেই ইঞ্জিনিয়ারিংয়ের সনদ পেয়েও বাস চালানোকে পেশা হিসেবে বেছে নিলেন প্রতীক্ষা দাস।

ভারতের মুম্বাইয়ের ২৪ বছর বয়সী এই তরুণী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের প্রথম নারী বাসচালক হিসেবে নাম লিখিয়েছেন। এরই মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মুম্বাইয়ে বেড়ে উঠা প্রতীক্ষা ছোটবেলা থেকেই ভিন্ন স্বভাবের। তথাকথিত সমাজের চোখে মোটেও লক্ষ্মী নন তিনি, বরং দুষ্টুমিতে ভরপুর। পড়াশোনায় বরাবরের মতো ভালো প্রতীক্ষার ছোট বেলা থেকেই গাড়ির প্রতি প্রেমে মজেছিলেন। তার বাবা-মা চেয়েছিলেন, মেয়ে ইঞ্জিনিয়ার হবে। তাই মালাডেক ঠাকুর কলেজে ভর্তি করানো হয় প্রতীক্ষাকে। সেখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেন তিনি।

তবে পেশা হিসেবে কেন গাড়ি চালানোকে বেছে নিলেন। এমন প্রশ্নে প্রতীক্ষার যুক্তি, ছোটবেলা থেকেই গাড়ির প্রতি ভালোবাসা ছিল। বাইক, স্কুটি সবই চালিয়েছেন। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আরটিও অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেজন্য প্রয়োজন ছিল ভারী গাড়ি চালানোর লাইসেন্স।

আর স্বপ্নপূরণের জন্য বড় ভারী গাড়ি চালানো শেখেন প্রতীক্ষা। এরপর থেকে বাস চালানোর ইচ্ছাই যেন তাড়া করে বেড়ায় তাকে।

ডেইলি বাংলাদেশ/জেডআর

শিরোনামরাজশাহীতে পাসের হার ৭৬.৩৮% জিপিএ ৫ পেয়েছেন ছয় হাজার ৪২৯ শিরোনামবন্যা মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান শিরোনামদিনাজপুরে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৪৯ শিরোনামসিলেটে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৯৪ শিরোনামএইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন শিরোনামপ্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিরোনামসেনাবাহিনী-বিজিবির চেষ্টায় বান্দরবানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক শিরোনামবিজিবি`র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত শিরোনামহজে যেয়ে এখন পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু শিরোনাম‘বেনাপোল এক্সপ্রেস’র উদ্বোধন আজ