Alexa ইজতেমার মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

ইজতেমার মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৩৮ ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ১৬:৪৫ ১৭ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আসা মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে ৮টি ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। প্রতিটি ক্যাম্পে পর্যাপ্ত ওষুধ রয়েছে। মুসল্লিদের দেয়া হচ্ছে জরুরি সেবা। 

সিভিল সার্জন ঢাকার উদ্যোগে ২টি ও সিভিল সার্জন গাজীপুরের উদ্যোগে ৬টি মোট ৮টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। 

ইজতেমার সময় প্রতিদিন ২৪ ঘণ্টা মুসল্লিদের এ মেডিকেল কেয়ার সেন্টার থেকে সব ধরনের ওষুধ ও চিকিৎসা ফ্রিতে দেয়া হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় পর্বের প্রথম দিনে কামারপাড়া ৬ নং ক্যাম্পের প্রায় ১২০ জন মুসল্লি সেবা নিয়েছেন। ক্যাম্পটির দায়িত্বে থাকা ডা. সাইফুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, এ সময়টাতে অনেকেই শীতজনিত বিভিন্ন রোগে ভোগেন। তাই মুসল্লিদের জরুরি সেবা দিতেই এই ক্যাম্প স্থাপন করা হয়েছে। 

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব।

ডেইলি বাংলাদেশ/এএএম/এমআরকে