Alexa ইজতেমার দ্বিতীয় পর্বে ১০ জোড়া যৌতুকবিহীন বিয়ে

ইজতেমার দ্বিতীয় পর্বে ১০ জোড়া যৌতুকবিহীন বিয়ে

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:০৩ ১৮ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

টঙ্গীর তুরাগ তীরে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর দশ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে হয়েছে। 

শনিবার ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা শামীম তাদের বিয়ে পড়ান। 

জানা গেছে, বিয়ের উদ্দেশ্যে পারস্পরিক সম্মতিতে বরেরা ইজতেমা ময়দানে একটি বিশেষ কামড়ায় উপস্থিত হন। আর কনেরা নিজেদের ঘরে অবস্থান করেন। সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা-খেজুর বিতরণ ও দোয়া করা হয়।

এর আগে ইজতেমার প্রথম পর্বে মাওলানা যোবায়ের অনুসারীদের ৯৬ জোড়া বিয়ে হয়েছিল। তবে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্ব ইজতেমায় বিয়ে বন্ধ ছিল। 

ডেইলি বাংলাদেশ/জেডআর