Alexa ইউনিমার্ট-ব্লুবেরি ১২ লাখ টাকা জরিমানা

ইউনিমার্ট-ব্লুবেরি ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:০২ ২৩ আগস্ট ২০১৯  

ছবি- ডেইলি বাংলাদেশ

ছবি- ডেইলি বাংলাদেশ

রাজধানী গুলশানের সুপারশপ ইউনিমার্টকে পাঁচ লাখ ও হোটেল ব্লুবেরিকে সাত লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ও আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বাধীন পৃথক ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও নির্দিষ্ট তাপমাত্রায় তরল দুধ না রাখার অপরাধে ইউনিমার্টকে জরিমানা করা হয়। একই সময়ে গুলশান ৯০ নম্বর রোডে বেঙ্গল ব্লুবেরি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা, খাবারে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন সস ব্যবহার করায় জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা বাহার বিউটি।

ডেইলি বাংলাদেশ/ডিএম/আরএইচ