Alexa ইউটিউব দেখায় মা-বাবার বকা, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

ইউটিউব দেখায় মা-বাবার বকা, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:১৮ ২১ জানুয়ারি ২০২০  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ইউটিউব দেখা নিয়ে মা ও বাবার বকা খেয়ে আত্মহত্যা করেছেন মাধ্যমিকের এক শিক্ষার্থী। মঙ্গলবার কলকাতার রিজেন্ট পার্ক থানার আনন্দ পল্লিতে ঘটনাটি ঘটে।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, দোলন দাস নামের ওই দশম শ্রেণির এক শিক্ষার্থী ছিল। এ বছরই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। ওই এলাকায় মায়ের সঙ্গে থাকত সেই কিশোরী। তার বাবা গুজরাটে চাকরি করেন।

তার পরিবার জানায়, সামনে পরীক্ষা থাকার পরও সারাদিন ইউটিউব দেখছিল দোলন। আর তাই তাকে বকা দেন মা। বাবার কাছেও যায় সে খবর। বাবাও ফোন করে বকা দেয় তাকে। এরপর রাত সাড়ে আটটার দিকে নিজের পড়ার ঘরে চলে যায় দোলন। তারপর বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করে দোলন।

সোমবার রাতে ঘটনার পর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তারপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ