Alexa ইউটিউবে সোনিয়া নুসরাতের ‘ফিরে আসোনা তুমি’

ইউটিউবে সোনিয়া নুসরাতের ‘ফিরে আসোনা তুমি’

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩৭ ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৯:১২ ১৬ অক্টোবর ২০১৯

সোনিয়া নুসরাত

সোনিয়া নুসরাত

সম্প্রতি প্রকাশ হয়েছে সোনিয়া নুসরাতের নতুন একটি মিউজিক ভিডিও। মাহমুদ সানির সুর-সঙ্গীত ও কম্পোজিশনের ‘ফিরে আসোনা তুমি’ শিরোনামে এই গানটিতে বেশ সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন এই তরুণ কণ্ঠশিল্পী। সোনিয়া নুসরাতের নিজের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এটি।

কাভার গানের পাশাপাশি মৌলিক গান নিয়েও কাজ করছেন জানিয়ে সোনিয়া বলেন, ‘ফিরে আসোনা তুমি’ গানটিতে বেশ সাড়া পাচ্ছি। যারা আমাকে অনুপ্রেরণা যোগান, সাহস দেন তারা আমার মৌলিক গানও শুনতে চান। তাদের জন্যই সম্প্রতি ভারতে নতুন গানের রেকর্ডিং শেষ করলাম। গানটি এখন  রিলিজের আপেক্ষায় আছে। 

এতে আমার কো-আর্টিস্ট ছিল ভারতের সান আর মিউজিক ভিডিওতে আমার সঙ্গে মডেল হয়েছেন ইরফান সাজ্জাদ ভাইয়া। এছাড়া আরো কয়েকটি গান খুব অল্প সময়ের মধ্যেই প্রকাশ করার ইচ্ছা রয়েছে।

এর আগে ‘মুসাফির’ চলচ্চিত্রের মাধ্যমে প্লে-ব্যাকে অভিষেক হয় সোনিয়ার। সম্প্রতি সোনয়িার গাওয়া আড়াল টেলিফিল্ম ‘ভাল্লাগেনা’ শিরোনামের গানটি ভাইরাল হয়েছে। তার প্রথম মৌলিক গানের প্রথম অ্যালবাম ‘ধ্রুবতারা’।

সোনিয়া নুসরাতে ‘ফিরে আসোনা তুমি’ গানটির মিউজিক ভিডিওটি:-

ডেইলি বাংলাদেশ/এমএস/টিএএস