Alexa ইউএনও’র নির্দেশে বিয়ে বন্ধ করে দিলেন চেয়ারম্যান

ইউএনও’র নির্দেশে বিয়ে বন্ধ করে দিলেন চেয়ারম্যান

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৮ ১২ অক্টোবর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ইউএনও’র নির্দেশে ঝর্না বেগম নামে এক ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিলেন ইউপি চেয়ারম্যান। 

শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। ইউএনও’র নির্দেশে ওই বিয়ে বন্ধ করে দেন স্থানীয় চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়। 

ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, উপজেলার বাশগাড়া গ্রামের হাসেম আলীর নাবালিকা মেয়ে ও বাশগাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ঝর্না বেগমের সঙ্গে পৌর শহরের গুয়াগাও মহল্লার আমজাদ আলীর ছেলে সাদ্দামের বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার। স্থানীয় মানবাধিকার কর্মী রিপাসহ কয়েকজন তাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে ওই বিয়ে বন্ধ করার নির্দেশ দেন তিনি। ইউএনও’র নির্দেশে চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় সন্ধ্যায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় বলেন, ইউএনও স্যারের নির্দেশে তিনি ওই বিয়ে বন্ধ করে দিয়েছেন। মেয়ের বাবা-মাকে বুঝিয়ে বলেছেন। তারাও রাজি হয়েছে। সাবালিকা না হওয়া পর্যন্ত তারা আর তাদের মেয়েকে বিয়ে দেবে না বলে অঙ্গীকার করেছেন। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ