Alexa ইউএনও’র গাড়ি দেখেই বর উধাও!

ইউএনও’র গাড়ি দেখেই বর উধাও!

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:১৪ ২১ অক্টোবর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে বাল্যবিয়ে করতে আসা বর ইউএনও’র গাড়ি দেখেই উধাও হয়ে গেছেন। এর ফলে বাল্যবিয়ে পণ্ড হয়ে গেছে। আর বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেয়েছেন সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। 

সোমবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার সদর ইউপির হাটলাল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে নাটোর জেলার সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউপির বাকাইকুড়ি গ্রামের লোকমান আলীর ছেলে আলহাজ্ব উদ্দিনের বিয়ে ঠিক হয়। সোমবার দুপুরে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। এমন সময় আচমকা বিয়ে বাড়িতে একদল পুলিশ নিয়ে হাজির হন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন আখতার। এতে মুহূর্তেই বদলে যায় বিয়ে বাড়ির চিত্র। এ সময় তাদের উপস্থিতি দেখে বর ও বর যাত্রীর লোকজন পালিয়ে যায়।

ইউএনও মোছা. শারমিন আখতার বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন খবরে অভিযান চালানো হয়। এ সময় বরসহ অন্য লোকজন পালিয়ে যায়। পরে মেয়ের বাবা-মা এই মর্মে মুচলেকা দেন যে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত তার বিয়ে দিবেন না। আবারো বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি ও ইউপি সদস্য সাইফুল ইসলাম গোলাপ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচ