Alexa ইংরেজি দ্বিতীয় পত্রের ভুল সংশোধনে রিট

ইংরেজি দ্বিতীয় পত্রের ভুল সংশোধনে রিট

নিজস্ব পতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৪৮ ২৫ জুন ২০১৯   আপডেট: ১২:৫৬ ২৫ জুন ২০১৯

হাইকোর্ট। ফাইল ছবি

হাইকোর্ট। ফাইল ছবি

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চতুর্থ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের পাঠ্য বইয়ের ভুল সংশোধন না করা পর্যন্ত এসব বই বিক্রি বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মঙ্গলবার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ। 

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। 

রিটের বিষয়ে তিনি জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং স্নাতক শ্রেণিতে বিভিন্ন লেখকের বা প্রকাশকের পুস্তক অন্তর্ভুক্ত করা হয়। অথবা কোনো একজন সুনির্দিষ্ট লেখক বা প্রকাশকের বই পাঠ্যপুস্তক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এসব বইয়ের ইংরেজি গ্রামারে মৌলিক ভুল দেখা যায়। আমরা ওইসব ভুল সংশোধন এবং সংশ্লিষ্ট বইয়ের সংশোধন না করা পর্যন্ত তা শিক্ষার্থীদের কাছে যাতে না যায় সেই নির্দেশনা চেয়েছি।

ডেইলি বাংলাদেশ/টিএ/আরএইচ