Alexa আসছে লাল বজ্রপাত ‘ফুলকি’  

আসছে লাল বজ্রপাত ‘ফুলকি’  

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:১৭ ৩০ মে ২০১৯   আপডেট: ০৯:৩৪ ৩০ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শক্তিশালী ঘূণিঝড় ফণির পর এবার আসছে আরেকটি শক্তিশালী বজ্রবৃষ্টি বলয় ‘স্পার্ক বা ফুলকি। আবহাওয়া অধিদফতর ফেসবুকে দেয়া তথ্যে জানা যায় এ বজ্রবৃষ্টির সম্ভাব্য সময় বৃহস্পতিবার থেকে ১০ জুন পর্যন্ত। তবে শুক্রবার থেকে বজ্রবৃষ্টির বেগ বাড়বে।

আবহাওয়া অধিদফতর জানায়, ফুলকি চলতি বছরের ৭ তম বৃষ্টি বলয় এবং তৃতীয় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। একটানা দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। যেহেতু এটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় তাই দেশের ৬৪ জেলায় কমবেশি বৃষ্টি থাকবে।

বৃষ্টি বলয় ফুলকি চলাকালে তাপপ্রবাহ স্বাভাবিক থাকবে এবং কালবৈশাখী হবে। ফুলকির কারণে বজ্রপাত হতে পারে, সিলেট, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে।

আবহাওয়া অধিদফতর আরো জানায়, বৃষ্টি বলয় ফুলকির সবচেয়ে ভয়াবহ বিষয় হলো ‘লাল বজ্রপাত’। যা সাধারণ বজ্রপাতে অপেক্ষা অনেক শক্তিশালী।

লাল বজ্রপাত ঝুঁকিতে আছে খুলনা, যশোর, ঝিনাইদহ, নাটোর, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা ও এর পার্শ্ববর্তী এলাকা।

ডেইলি বাংলাদেশ/এমকে

Best Electronics
Best Electronics