Alexa আসছে ঘূর্ণিঝড় ‘ব্যারি’, জরুরি অবস্থা ঘোষণা

আসছে ঘূর্ণিঝড় ‘ব্যারি’, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৩৫ ১৩ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শক্তিশালী একটি ঘূর্ণিঝড় ব্যারি ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে। মেক্সিকো উপসাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়ের শক্তি ও গতি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

জানা গেছে, ঘূর্ণিঝড়টি ক্রমেই শক্তিশালী হচ্ছে। বর্তমানে এটির গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার। তবে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টি হ্যারিকেনের শক্তি অর্জন করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দিনের শেষভাগ বা শনিবার দিনের শুরুর দিকে ওই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের কারণে নিউ অরলিন্স শহরে ঢেউ ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এরইমধ্যে সেখানে বজ্রসহ বৃষ্টিপাত ও তাৎক্ষণিক বন্যা হয়েছে।

রাজ্যে ২৫-৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এরইমধ্যেই রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হওয়া মিসিসিপি নদীর পানি বন্যা সীমার কাছাকাছি চলে এসেছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics