Alexa আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, নারী শ্রমিক নিহত

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, নারী শ্রমিক নিহত

সাভার প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:১৭ ১০ ডিসেম্বর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় ন্যাচারাল ভিলেজ সোয়েটার লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রিমা খাতুন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিন শ্রমিক।

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর ওসি মাহমুদুর রহমান জানান, সকালে ওই কারখানায় গ্যাস সিলিন্ডার সেট করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই রিমার মারা যান। এ সময় দগ্ধ হন তিনজন। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস