Alexa আশুলিয়ায় পেট্রল পাম্পের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

আশুলিয়ায় পেট্রল পাম্পের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

সাভার প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:১০ ২৪ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সাভারের আশুলিয়ায় একটি পেট্রল পাম্পের ছাদ থেকে পড়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। 

শুক্রবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলের সম্ভার সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ফায়েজ আলী আকন্দ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভুসভুসিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি ওই পেট্রল পাম্পে চাকরি করতেন।

স্থানীয়রা জানায়, ফায়েজ আলী ওই পেট্রল পাম্পে ছাদ থেকে বিদ্যুতের তারের উপর পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার এসআই একরামুল হক বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। নিহতের ডান হাতে ফোস্কা ও মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এআর